স্বাভাবিক হতে শুরু করেছে এনবিআরের কার্যক্রম

জাতীয় রাজস্ব বোর্ড ভবন
অর্থনীতি
0

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) টানা দেড় মাস ধরে চলা আন্দোলন ও কর্মসূচি শেষে স্বাভাবিক হতে শুরু করেছে দপ্তরের কার্যক্রম। আন্দোলন প্রত্যাহারের ঘোষণার পর গতকাল (রোববার, ২৯ জুন) রাত থেকে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

গত রাতে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এরপর আজ (সোমবার, ৩০ জুন) সকাল ৮টা থেকে পর্যায়ক্রমে আগারগাঁওয়ের প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন দপ্তরে কর্মস্থলে যোগ দিতে শুরু করেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।

এর ফলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে দপ্তরের অভ্যন্তরীণ কার্যক্রম, যা বিঘ্নিত হচ্ছিল দীর্ঘ সময় ধরে চলা আন্দোলনের কারণে।

এর আগে এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও রাজস্ব বোর্ডে কাঙ্ক্ষিত সংস্কার দাবিতে আন্দোলনে নামে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ের বাইরে অবস্থান, শাটডাউন, কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করে তারা। এতে রাজস্ব আহরণ কার্যক্রমে চরম ব্যাঘাত ঘটে, যা সরকারের অর্থনীতির ওপরও প্রভাব ফেলতে শুরু করে।

এনএইচ