বছরের শেষ নাগাদ তিস্তার মহাপরিকল্পনা চূড়ান্ত হবে: রিজওয়ানা

সৈয়দা রিজওয়ানা হাসান
এখন জনপদে
অর্থনীতি
0

তিস্তা ঘিরে কাজের মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে বলে মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) সকালে সৈয়দপুর বিমানবন্দরে দুই দিনের রংপুর সফরের শুরুতে এ কথা জানান তিনি।

এরইমধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, তিস্তা মহাপরিকল্পনা মূলত চায়না ও বাংলাদেশের বিষয়। সিদ্ধান্ত নিয়ে দুই দেশরই সম্মতি লাগবে বলেও মন্তব্য করেন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা।

এ কয় মাসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ সরকার বেশ এগিয়েছে মন্তব্য করে ১৭ জুলাই বিশেষজ্ঞদের নিয়ে মুল পাঁচটি বিষয়ে আলোচনা চূড়ান্ত করা হবে বলেও জানানো হয়। এরপর এ প্রস্তাবনা প্রথমে সরকার যাবে এবং পরে ইআরডি’র মাধ্যমে চূড়ান্ত হলে চায়নিজ কর্তৃপক্ষের কাছে গেলে বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান।

পরে উপদেষ্টা রিজওয়ানা হাসান চৌধুরী সড়ক পথে কুড়িগ্রামের উদ্দেশ্যে রাওনা দেন। আজ তিস্তার আরও দু'টি পয়েন্ট পরিদর্শনের কথা রয়েছে পরিবেশ ও জলবায়ু উপদেষ্টার।

এএইচ