জমির বিনিয়োগে থাকছে কালো টাকা সাদা করার সুযোগ, কমছে কর

জমিতে বিনিয়োগে কমছে কর, থাকছে কালো টাকা সাদা করার সুযোগ
বাজেট
অর্থনীতি
0

বাজেটে আগামী অর্থবছরের জন্য শুধু জমিতে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। সেই সঙ্গে আরো কমানো হয়েছে এ খাতে বিনিয়োগের কর। তবে শেয়ারবাজারে নেই সাধারণ বিনিয়োগকারীদের জন্য আশার খবর।

২০২৫-২৬ অর্থবছরে অন্তর্বর্তী সরকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে। যেখানে উন্নয়ন বাজেট ২ লাখ ৩০ হাজার ও পরিচালন এবং ভর্তুকি ব্যয় ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।

বাজেটে ব্যাংকে ৩ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক ছাড় দেয়া হয়েছে। তবে এর বেশি অর্থের ক্ষেত্রে ২০২৪-২৫ অর্থবছরে নির্ধারিত শুল্ক অব্যাহত রাখা হয়েছে।

এদিকে আগামী অর্থবছরে শেয়ারবাজারে তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত কোম্পানির কর ব্যবধান ৫ থেকে বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে। সেক্ষেত্রে চলতি অর্থবছরের শর্ত পালন আগামীতে থাকছে না। 

এছাড়া কোম্পানি তালিকাভুক্ত করানো মার্চেন্ট ব্যাংকের কর সাড়ে ৩৭ থেকে কমিয়ে সাড়ে ২৭ শতাংশ করা হয়েছে। আর বিনিয়োগকারীদের সেবা দেয়া প্রতিষ্ঠান ব্রোকারেজের উৎসে কর দশমিক ০৫ থেকে কমিয়ে দশমিক ০৩ শতাংশ করা হচ্ছে। কিন্তু প্রতিষ্ঠানের জন্য বেশি কয়েকটি সুবিধা দেয়া হলেও আগামী বাজেটে নেই সাধারণ বিনিয়োগকারীদের জন্য আশার খবর।

ডিসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট আশরাফ আহমেদ বলেন, ‘প্রাইস ডিসকভারি মেকানিজম বাংলাদেশে একদমই নেই।’

এ ছাড়া সরকারি মলিকানাধীন বহুজাতিকসহ ভালো কোম্পানি তালিকাভুক্ত করতে সুবিধা দেয়া অব্যাহত রাখা হবে এবং তালিকাভুক্ত মোবাইল কোম্পানির কর ৪৫ হতে কমিয়ে ৪০ শতাংশ করার কথা বলা হয়েছে।

জন্মসূত্রে বাংলাদেশি ছিলেন অথচ পরবর্তীতে নাগরিকত্ব ত্যাগ করেছেন এমন ব্যক্তি পতিত আওয়ামী সরকারের আমলে কর পরিশোধ না করে নানা উপায়ে বিদেশে পাচার করেছে। সেসব অর্থের উপর ওপর কর ও জরিমানা আরোপের বিধান করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।

এসএইচ