সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘দেশ যখন খাদের কিনারা ও আইসিইউতে ছিল, তখন আমরা দায়িত্ব গ্রহণ করি। বর্তমানে দেশ স্থিতিশীল অবস্থায় আসার মধ্য দিয়ে বাজেট ঘোষণা করা হয়েছে। সংস্কার চলছে, এটা চলমান থাকবে।’
তিনি বলেন, ‘দেশের সম্পদ কম কিন্তু চাহিদা অনেক, বর্তমান প্রেক্ষাপটে এটা বড় চ্যালেঞ্জ। সেই সঙ্গে আর্থিক খাতের দুরবস্থা আরেক বড় চ্যালেঞ্জ।’
অর্থ উপদেষ্টা বলেন, ‘বাজেট যতটা বাস্তব সম্মত করা যায় সেটাই করা হয়েছে। এতদিন প্রবৃদ্ধি আর উন্নয়নের কথা শোনা গেছে কিন্তু তা কেউ পায়নি।’
কর ছাড়ের বিষয়ে তিনি বলেন, ‘ব্যবসায়ীরা শুধু কর ছাড় চায়, কিন্তু এক জায়গায় ছাড় দিলে আরেক জায়গায় বসাতে হবে, যা সহজ বিষয় নয়। চট করে রাজস্ব বাড়ানো যাবে না।’
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘অনেকে বলেছে আগের মতোই বাজেট পেশ করা হয়েছে, আগের পথ অনুসরণ করে। কিন্তু চট করেই পুরো পদ্ধতি পরিবর্তন করে দেয়া যায় না, আবার পুরোটা আগের পথ অনুসরণ করা হচ্ছে, সেটাও ঠিক না।’