শুল্ক এড়ানোর কৌশল: যুক্তরাষ্ট্র থেকে আগামী ৫ বছর গম আমদানি করবে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করবে বাংলাদেশ
আমদানি-রপ্তানি , চুক্তি
অর্থনীতি
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অতিরিক্ত ৩৫ শতাংশ শুল্ক আরোপ ঠেকানোর লক্ষ্যে আগামী পাঁচ বছর যুক্তরাষ্ট্র থেকে বছরে সাত লাখ টন গম আমদানির চুক্তি সই করেছে বাংলাদেশ। গতকাল (রোববার, ২০ জুলাই) খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খাদ্য অধিদপ্তর ও ইউএস হুইট সমিতির মধ্যে চুক্তিটি সই হয়।

চুক্তিটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ছয় বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমাতে সাহায্য করবে বলে মনে করছে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের মূল রপ্তানি পণ্য, বিশেষ করে তৈরি পোশাকের রপ্তানির ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরির পথ প্রশস্ত হবে বলেও মনে করছে ঢাকা।

দেশের অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার স্বাক্ষর অনুষ্ঠানে জানান, চুক্তিটি কেবল প্রতিযোগিতামূলক মূল্যে উচ্চমানের গমের স্থিতিশীল সরবরাহই নিশ্চিত করবে না বরং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কও জোরদার করবে।

গম আমদানির চুক্তিতে ১ আগস্ট থেকে ১৫ শতাংশের সঙ্গে যুক্ত করা অতিরিক্ত ৩৫ শতাংশ শুল্ক কমাতে ওয়াশিংটন পুনর্বিবেচনা করবে এবং শুল্ক নিয়ে আলোচনার দরজা প্রশস্ত হবে বলে দেখা হচ্ছে।

এসএস