‘যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কহার কমানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে’

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

যুক্তরাষ্ট্রের আরোপিত ২০ শতাংশ সম্পূরক শুল্ক কমিয়ে আনতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। শুল্কহার আরও কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সাথে এখনও আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা এ কথা জানান।

২০২৪-২৫ অর্থবছরে দেশের পণ্য ও সেবা রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সাড়ে ৫৭ বিলিয়ন ডলার। বছর ব্যবধানে ৬ বিলিয়ন বাড়িয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য লক্ষ্যমাত্রা ধরা হলো সাড়ে ৬৩ বিলিয়ন ডলার। আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) সচিবালয় সংবাদ সম্মেলনে ২০২৫-২৬ অর্থবছরের এ  লক্ষ্যমাত্রার কথা জানান বাণিজ্য সচিব। জানান সেবা খাতে এবার রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ১৬ বিলিয়ন ডলার।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ‘২০২৪-২৫ অর্থবছরে আমরা এ সার্বিক লক্ষ্যমাত্রাটা ১৬ দশমিক ৫০ ভাগ বাড়িয়ে আমরা ৬৩ দশমিক ৫০ শতাংশ বিলিয়ন ডলার অর্জন করতে পারবো বলে আমরা প্রাক্কলন করেছি। সেভাবে চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৩ দশমিক ৫০ বিলিয়ন ডলার।’

দেশিয় বিদ্যমান সংকটগুলো নিরসনের সহায়তা পেলে পোশাকখাতের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মত দেন বিজিএমইএ ও বিকেএমইএ'র প্রতিনিধিরা।

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘দেশিয় পর্যায়ে বেশকিছু সংকট আমাদের প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়। সে সংকটগুলো যদি উনারা এড্রেস করেন তাহলে আমি খুব নিশ্চিন্তে বলতে পারি এর চেয়ে বেশি আমরা করতে পারবো।’

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা জানান, বাণিজ্য ঘাটটি কমাতে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক আরও কমার ব্যাপারে আশাবাদী সরকার।

আরও পড়ুন:

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের শুল্ক আলোচনার মধ্যে উদ্ভাবিত হয়েছে। আমরা এসব বিষয় সমাধান করার চেষ্টা করেছি এবং আমাদের যে টেকনিক্যাল বিষয়গুলো ছিলো এগুলোও আমরা এড্রেস করার চেষ্টা করছি। ২০ শতাংশ শুল্ক আরোপিত হয়েছে আমাদের ওপরে, আমাদের ১৫ শতাংশ বা তার থেকে কম করার প্রচেষ্টায় বাণিজ্য মন্ত্রণালয়সহ সকল মন্ত্রণালয়ের যে সম্মিলিত প্রয়াস সেটা এখনো জারি আছে।’

বাণিজ্য ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভারতের বাণিজ্য মন্ত্রীকে চিঠি দেয়া হয়েছে। তবে এখনও সারা পাওয়া যায়নি বলে জানান উপদেষ্টা। এছাড়া বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানি করার কথা ভাবা হচ্ছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, যেখান থেকে সস্তায় পাওয়া যাবে সেখান থেকে আনা হবে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘আমাদের দপ্তর থেকে আমরা ভারতের বাণিজ্য মন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি একটি দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে। তবে আমরা এখনো কোনো সাড়া পাইনি। প্রয়োজনীয় যতটুকু সংবেদনশীলতার সাথে এটাকে এড্রেস করা দরকার আমরা সেটা করছি। আমরা তো বহুদিন ধরে পেঁয়াজ আমদানি করছি না। আমাদের স্থানীয় উৎপাদন যথেষ্ট ভালো। তবে এ মুহূর্তে হয়তো আমরা কিছু পেঁয়াজ আমদানি করার চিন্তা করছি এবং সেক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না।’

আন্তর্জাতিক বাজারে পাম ওয়েলের দাম কমায় দেশে প্রতি লিটারে পাম ওয়েলের দাম ১৯ টাকা কমানো হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

ইএ