জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি

বৃক্ষরোপণ কর্মসূচি
ক্যাম্পাস
শিক্ষা
1

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন জায়গায় দ্বিতীয় দিনের মতো বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফের নেতৃত্বে আজ (বুধবার, ১৮ জুন) বিকেলে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. আবুল বাশার, প্রফেসর রজ্জব আলী, ইউট্যাব কেন্দ্রীয় সংসদের যুগ্ম-মহাসচিব প্রফেসর এফ এম আমিনুজ্জামান, শেকৃবি সাদা দলের সাধারণ সম্পাদক ড. নুর মহল আক্তার বানু, কোষাধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ।

আয়োজনে আরো উপস্থিত ছিলেন শেকৃবি এ্যাবের সভাপতি প্রফেসর ড. রুহুল আমিন, শেকৃবির ছাত্র পরামর্শ উপদেষ্টা প্রফেসর মো. আশাবুল হক, শেকৃবি, ইউট্যাবের সাধারণ সম্পাদক প্রফেসর মো. জামশেদ আলমসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচি আরো অংশ নেন শেকৃবি জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. নাহিয়ান হোসেন নিনাদ, সাবেক ছাত্রনেতা নাজমুল হোসেন সুইট, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, শেকৃবি ছাত্রদল নেতা কৃষিবিদ মেজবাহ, কৃষিবিদ শোয়াইব, কৃষিবিদ মোরসালিন অনিক, কৃষিবিদ সালমান রকিব প্রমুখ।

এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ‘উত্তরা গার্লস স্কুল এন্ড কলেজ’ মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য নাজমুল হাসান।

এছাড়া ‘আমরা বিএনপি পরিবার’এর উপদেষ্টা মোস্তফা-ই-জামান সেলিম ও ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেনের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় দিনের মতো পরিচালিত হয়েছে।

আসু