জাকসু নির্বাচনের মোট ভোটার ১১ হাজার ৯১৯, চূড়ান্ত তালিকা প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস
শিক্ষা
0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার (১৭ আগস্ট) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। যেখানে ভোটার দেখানো হয়েছে ১১ হাজার ৯১৯ জন শিক্ষার্থীদের।

তালিকা প্রকাশের পর মনোনয়নপত্র বিতরণ ও জমা কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। আজ (সোমবার, ১৮ আগস্ট) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের নির্বাচনী অস্থায়ী কার্যালয় থেকে এ কার্যক্রম শুরু করা হয়।

আরও পড়ুন:

তফসিল অনুযায়ী আজ সকাল ৯টা থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। তবে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত কাউকেই মনোনয়ন সংগ্রহ বা জমা দিতে দেখা যায়নি।

এর আগে, গত ১০ আগস্ট রাতে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে যেসব শিক্ষার্থীর নাম তালিকায় আসেনি তাঁদের আবেদন করার সুযোগ দেওয়া হয়। যাচাই–বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করেছে কমিশন।

উল্লেখ্য, ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন।

ইএ