ডাকসু নির্বাচন: কেন্দ্রীয় সংসদে কোন পদে কতজন লড়ছেন?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন
ক্যাম্পাস
শিক্ষা
0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), যাকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয়ে থাকে। ডাকসুর সভাপতি হয়ে থাকেন বিশ্বদ্যালয়ের উপাচার্য। এরপর ভিপি (সহ-সভাপতি), জিএস (সাধারণ সম্পাদক) ও এজিএস (সহ-সাধারণ সম্পাদক)-সহ অন্যান্য সম্পাদক ও সদস্য নির্বাচনের মাধ্যমে হয়ে থাকে। ২০১৯ সালের পর এবার ছয় বছরের বিরতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদে প্রাথমিকভাবে মোট প্রার্থী চূড়ান্ত হয়েছে ৪৬২ জন ও ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র পাওয়া গেছে ৪৭টি।

আজ (বৃহস্পতিবার, ২১ আগস্ট) রাতে এক সংবাদ ব্রিফিংয়ে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মো. জসিম উদ্দীন এ কথা জানান।

এবারের ডাকসু নির্বাচনে ভিপি পদে ৪৮ জন, জিএস পদে ১৯ জন ও এজিএস পদে ২৮ জন প্রার্থী প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে।

এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৫ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১১ জন, কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ১৫ জন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ১৯ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ১১ জন, ক্রীড়া সম্পাদক পদে ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ৯ জন চূড়ান্ত হয়েছেন।

আরও পড়ুন:

সমাজসেবা সম্পাদক পদে ১৩ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ১২ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে ১১ জন প্রার্থী প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে।

এদিকে সদস্য পদে ২১৫ জন প্রাথী চূড়ান্ত হয়েছে। এর আগে গতকাল শেষ দিনে মোট মনোনয়নপত্র জমা পড়ে ৫০৯টি।

এসএস