রাকসু নির্বাচন পেছানোসহ ৫ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

রাবিতে ছাত্রদলের বিক্ষোভ
ক্যাম্পাস
শিক্ষা
0

সমতা ও ন্যায্যতার ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পেছানোসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। এ নিয়ে উপাচার্য ও রাকসুর প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়েছে দলটি।

এ উপলক্ষে আজ (সোমবার, ২৫ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্ত্বর ছাত্রদল তাদের দলীয় টেন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। 

পরে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপাচার্যের কার্যালয়ে যায়। এসময় রাকসু নির্বাচন পেছানোসহ নানা দাবি নিয়ে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। 

৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপাচার্যকে দেয়ার পর সেখান থেকে আবার বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে যায় দলটি। এরপর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তরা। পরে প্রধান নির্বাচন কমিশনারের হাতে পাঁচ দফা দাবির স্মারকলিপিটি তুলে দেন।

আরও পড়ুন:

ছাত্রদল রাবি শাখার সভাপতি সুলতান আহমদ রাহী বলেন, ‘ছাত্রশিবির ছাড়া কেউ চায় না এখন নির্বাচন হোক। নারীদের সাইবার বুলিং করা হচ্ছে, নেই কোনো ব্যবস্থা। প্রথম বর্ষের শিক্ষার্থীরা মেধা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, তাদের বঞ্চিত করা হচ্ছে। আমরা বড় ভাই থাকতে তাদের ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হবে, এটা আমরা চাই না। এজন্য তাদের ভোটাধিকার দিতে হবে।’

তিনি বলেন, ‘ছাত্রদলের ভোট কমানোর জন্য তারা এমন করছে। বিনা ভোটে কীভাবে রাকসুর আয়োজন করা যায়, এজন্য প্রশাসন নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন। আজকের ৫টি দাবি শিক্ষার্থীদের মৌলিক দাবি। ২০২৪-২৫ সেশনের ১ম বর্ষের শিক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেই রাকসু নির্বাচন করতে হবে। রাকসুর ভোটকেন্দ্র একাডেমিক ভবনে হতে হবে। ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করেই নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু করতে হবে।’

এসময় আবাসিক হলে সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সহবস্থান নিশ্চিত এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন নিশ্চিতের দাবিও জানান তারা।

এসএইচ