গেল দুদিনের থেকে মঙ্গলবার সকাল থেকেই মনোনয়ন নিতে প্রার্থীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সকাল থেকেই বিভিন্ন ছাত্রদের ক্রিয়াশীল সংগঠনগুলোর প্রতিনিধিরা আসেন কোষাধ্যক্ষের কার্যালয়ে।
সকাল থেকে দুপুর পর্যন্ত রাকসুর কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের বিপরীতে ১৭টি মনোনয়ন তুলেছে প্রার্থীরা। সিনেট ছাত্র প্রতিনিধি পাঁচটির বিপরীতে মনোনয়ন পরম নিয়েছেন তিনজন এবং হল সংসদে ১৫টি পদে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করছেন শিক্ষার্থীরা।
সকাল ১০টা থেকে শিক্ষার্থীদের রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করতে দেখা গেছে। মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় বিকেল ৫টায়।
আরও পড়ুন:
শিক্ষার্থীরা বলছেন, রাকসুকে ছাত্রদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম ও গণতান্ত্রিক চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে তারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন।
এর আগে গত (রোববার, ২৪ আগস্ট) রাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। প্রথম দিনে ছয়জন ও দ্বিতীয় দিনে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।