৩৩ বছর পর জাকসু নির্বাচন, নিরাপত্তায় সেনা-বিজিবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জাকসু
ক্যাম্পাস
শিক্ষা
0

৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। এ নিয়ে পুরো ক্যাম্পাসে বইছে নির্বাচনী আমেজ। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও আনসার মোতায়েন থাকবে বলে জানিয়েছেন সহকারী নির্বাচন কমিশনার অধ্যাপক খন্দকার লুতফুল এলাহী।

আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া মনোনয়ন ফেরত পেতে ১৩ প্রার্থী আপিল করেন। সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এসব আপিল জমা পড়েছে। এর আগে সোমবার নানা অসঙ্গতির কারণে ২০ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ছয়জন নারী ও ১৪ জন পুরুষ।

জাকসু নির্বাচন কমিশন জানায়, বুধবার আপিলের শুনানি শেষে সিদ্ধান্ত জানানো হবে। এরপর ২৯ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ওই দিন থেকেই আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হবে।

আরও পড়ুন:

এবারের নির্বাচনে মোট ২৭৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ২৫৬ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন:

এদিকে, বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ছাত্র সংসদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এসএস