পুনর্নির্ধারণ করা হলো রাকসু নির্বাচনের তারিখ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবন
ক্যাম্পাস
শিক্ষা
0

পুনরায় তারিখ নির্ধারণ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের। চতুর্থবারের মতো পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী নির্বাচন হবে আগামী ২৫ সেপ্টেম্বর।

গতকাল বুধবার (২৭ আগস্ট) রাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠীর বিষয়টি বিবেচনা করে আগামী ২৮ সেপ্টেম্বরের পরিবর্তে ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন:

এছাড়া পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র বিতরণ চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত, মনোনয়ন পত্র দাখিলের সময় ১ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর, মনোনয়ন পত্র বাছাই হবে ৬ ও ৭ সেপ্টেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১০ সেপ্টেম্বর। সবশেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ১১ সেপ্টেম্বর।

এসএইচ