পুলিশি হামলার প্রতিবাদে রুয়েট শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস
শিক্ষা
0

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা পুলিশি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) সকাল থেকে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত রেখেছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার বিচার নিশ্চিত করা এবং তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ প্রতিবাদ অব্যাহত থাকবে।

আরও পড়ুন:

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—

নবম গ্রেডে কোনো ধরনের কোটার মাধ্যমে নয়, বরং শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দেয়া হবে। ডিপ্লোমাধারীদের নিয়োগ পেতে হলে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করতে হবে। দশম গ্রেডের পদে সকল প্রার্থীর জন্য উন্মুক্ত সুযোগ নিশ্চিত করতে হবে। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না; ডিপ্লোমাধারীরা কেবল টেকনিশিয়ান পদবি ব্যবহার করবেন।

ইএ