শিক্ষার্থীরা জানিয়েছেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার বিচার নিশ্চিত করা এবং তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ প্রতিবাদ অব্যাহত থাকবে।
আরও পড়ুন:
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—
নবম গ্রেডে কোনো ধরনের কোটার মাধ্যমে নয়, বরং শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দেয়া হবে। ডিপ্লোমাধারীদের নিয়োগ পেতে হলে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করতে হবে। দশম গ্রেডের পদে সকল প্রার্থীর জন্য উন্মুক্ত সুযোগ নিশ্চিত করতে হবে। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না; ডিপ্লোমাধারীরা কেবল টেকনিশিয়ান পদবি ব্যবহার করবেন।