ডাকসু নির্বাচন: ক্যাম্পাসজুড়ে নানা কর্মসূচিতে শেষ দিনের প্রচারণায় প্রার্থীরা

নানা কর্মসূচিতে শেষ দিনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
ক্যাম্পাস
শিক্ষা
0

প্রচারণার শেষ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে সরগরম ক্যাম্পাস। শেষ মুহূর্তে ভোটের দাবি নিয়ে ছাত্রদের কাছে যাচ্ছেন ছাত্রনেতারা, ক্যাম্পাসে পালন করছেন নানা কর্মসূচি।

প্রচারের শেষ দিনে পোস্টার-লিফলেট হাতে ভোট প্রার্থনা করছেন প্রার্থী এবং তাদের পক্ষের কর্মী-সমর্থকরা। কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় সম্মিলিত শপথ পাঠ করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল।

আরও পড়ুন:

এদিকে ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে অনুষদভিত্তিক সচেতনতা কার্যক্রম চালাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোটকেন্দ্রের প্রস্তুতি ও বুথ বসানোর নির্মাণযজ্ঞ পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি।

শেষ দিনে শিক্ষার্থীরা পরিবেশকে নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতিবাচকই বলেছেন। তবে কিছু অভিযোগ-আপত্তি দেখা গেছে প্রার্থীদের পক্ষ থেকে।

এসএইচ