ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ, প্রবেশে কড়াকড়ি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন
ক্যাম্পাস
শিক্ষা
0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্ত চলবে আগামীকাল (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) সারাদিন পর্যন্ত।

ডিএমটিসিএলের ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল হক স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়, যাত্রীদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে যাত্রীরা চাইলে শাহবাগ ও সচিবালয় স্টেশন ব্যবহার করে গন্তব্যে যেতে পারবেন।

আরও পড়ুন:

এদিকে, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈধ বা লাইসেন্সধারী কারও অস্ত্র বহন নিষিদ্ধ থাকবে। এ সময়ের মধ্যে ক্যাম্পাসে অস্ত্রসহ ধরা পড়লে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বার সীমিত থাকবে

৮ সেপ্টেম্বর বিকেল থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশদ্বার সর্বসাধারণের জন্য সীমিত থাকবে। কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত তিনটি বাণিজ্যিক ব্যাংক, বাংলা একাডেমি ও পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারবেন।

ভোটার শনাক্তকরণে কঠোরতা

ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের পরিচয় যাচাই করা হবে। এজন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, হল পরিচয়পত্র, গ্রন্থাগার কার্ড অথবা পে-স্লিপ (প্রথম বর্ষের ক্ষেত্রে) ব্যবহার করতে পারবেন। বিশেষভাবে, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র QR Code scanning এর মাধ্যমে ‘Verified DUCSU Voter’ নিশ্চিত করবে। হল পরিচয়পত্রে প্রভোস্টের স্বাক্ষরও যাচাই করা হবে।

ডিএমপি জানিয়েছে, ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে এবং সকলকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ইএ