নেপালে দুর্নীতির বিরুদ্ধে রাজপথে জেন-জি; আন্দোলনে শিল্পী-তারকাদের সমর্থন

নেপালে জেন-জির আন্দোলন-বিক্ষোভ
বিদেশে এখন
0

দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিধিনিষেধের বিরুদ্ধে নেপালের জেনারেশন-জেড (জেন-জি) তরুণদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন দেশটির খ্যাতনামা শিল্পী ও বিনোদন জগতের তারকারা। আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) সকাল থেকে কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে তরুণেরা রাস্তায় নামলে নেপালের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী ও সংগীতশিল্পীরা প্রকাশ্যে আন্দোলনের প্রতি সংহতি জানান।

অভিনেতা হরিবংশ আচার্য ফেসবুকে লিখেছেন, নতুন প্রজন্ম শুধু ভাবেই না, প্রশ্নও তোলে; কেন রাস্তা ভেঙে পড়ল, কে দায়ী, কোথায় জবাবদিহি? তিনি বলেন, ‘তরুণেরা নেতৃত্বে থাকা ব্যক্তি ও কর্মকর্তাদের দায়িত্বশীলতা চায়।’

অভিনেতা মদনকৃষ্ণ শ্রেষ্ঠ লিখেছেন, ‘দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে। তরুণেরা ভবিষ্যৎ, তাদের কণ্ঠ শোনা চাই।’

গায়ক ও অভিনেতা প্রকাশ সাপুত দুই তরুণকে আন্দোলনে সক্রিয় থাকতে ২৫ হাজার রুপি করে সহায়তা দিয়েছেন। একইসঙ্গে তিনি অংশগ্রহণকারীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

আরও পড়ুন:

অভিনেতা-নির্মাতা নিশ্ছল বসনেত টিকটক ভিডিওতে বলেন, ‘এবারের আন্দোলন আলাদা। তরুণেরা নিজেদের ভবিষ্যতের জন্য স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে।’

অভিনেত্রী কেকি অধিকারী কবিতার ছন্দে তরুণদের উদ্দীপনা ও দৃঢ়তা বজায় রাখতে উৎসাহ দেন। অভিনেত্রী বর্ষা রাউত টিকটক ভিডিওতে অংশগ্রহণের আহ্বান জানান।

এছাড়া অভিনেতা অনমোল কে সি, প্রদীপ খাঁড়কা, বর্ষা শিবাকোটি, ভোলারাজ সাপকোটা, গায়িকা এলিনা চৌহান, রচনা রিমাল ও সমীক্ষা অধিকারীও আন্দোলনের প্রতি প্রকাশ্যে সংহতি জানিয়েছেন।

এসএইচ