ওএমআর ব্যালটে হবে জাকসুর ভোট

জাকসু ভবন
ক্যাম্পাস
শিক্ষা
0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের (জাকসু) নির্বাচনে ওএমআর ব্যালট পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন। আজ (বুধবার, ১০ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।

জাকসু নির্বাচন কমিন জানায়, ভোটার সংখ্যার ১১ হাজার ৮৯৭ জন ভোটারের বিপরীতে ব্যালট পেপার ছা্পানো হয়েছে ১৩ হাজার ৩০০টি। ২১টি কেন্দ্রে বুথ থাকবে ২২৪টি। ২১ জন রিটানিং অফিসার, ৬৭ জন পুলিং অফিসার ও ৬৭ জন সহাকারী পুলিং অফিসার দায়িত্ব পালন করবেন। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গূরুত্বপূর্ণ ফটকসহ গূরুত্বপূর্ণ এলাকায় ১ হাজার ২০০ পুলিশ সদস্য মোতায়েন রাখা হবে বলেও জানানো হয়। তবে এদের অধিকাংশই ক্যাম্পাসের বাইরের দিকে অবস্থান করবেন। ভোটকেন্দ্রগুলোতে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন:

জানানো হয়, কেন্দ্রের নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য প্রায় ৮০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্বাচন কমিশনের তত্বাবধানে এসব সিসি ক্যামেরা দিয়ে কেন্দ্রের পরিবেশ মনিটরিং করা হবে। 

জেষ্ঠ্য শিক্ষকদের সমন্বয়ে একটি মনিটরিং টিম, প্রক্টরিয়াল বডি এবং ক্যাম্পাসের নিরাপত্তা কর্মর্কতারা পুরো ক্যাম্পাসে দায়িত্ব পালন করবেন, দুইজন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। জাকসুর জন্য ৩ পাতা এবং দু’টি হলের জন্য ২ পাতা এবং বাকি হলগুলোর জন্য ১ পাতার ব্যালট পেপার ছাপানো হয়েছে।

এসএইচ