চাকসু নির্বাচনে ষড়যন্ত্রের অভিযোগ চবি ছাত্রশিবিরের

চট্টগ্রাম
চাকসু ভবন
ক্যাম্পাস
শিক্ষা
0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী ষড়যন্ত্রের অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। আজ (বুধবার, ১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে তারা এ অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ‘চাকসুর তফসিল ঘোষণার পর শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষকে স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই। পাশাপাশি, গঠনতন্ত্রের বিষয়ে প্রশাসন শিক্ষার্থীদের মতামতকে অগ্রাহ্য করে নিজেদের ইচ্ছামাফিক সিদ্ধান্ত নিলে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার করছে।’

আরও পড়ুন:

ছাত্রশিবির আরও দাবি করেছে, কিছু শিক্ষার্থীকে ছাত্রত্ব ফিরিয়ে দিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে, যা নিরপেক্ষতার প্রশ্ন তৈরি করেছে। একইসঙ্গে তারা চাকসুর নির্বাচন কমিশনারদের ওপরও নিরপেক্ষতার প্রশ্ন তুলে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

সেজু