জাকসু নির্বাচন: বিএনপিপন্থি তিন শিক্ষকেরও ‘ভোট বর্জন’

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক শামীমা সুলতানা
ক্যাম্পাস
শিক্ষা
0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচন থেকে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভোট বর্জনের ঘোষণার পরপরই বিএনপিপন্থি তিন শিক্ষকও নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এ তিন শিক্ষকের দুজন নির্বাচনের দায়িত্বে ছিলেন। তারা হলেন— অধ্যাপক শামীমা সুলতানা, নজরুল ইসলাম ও নাহরিন খান।

আজ (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) বিকেলে বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা সাংবাদিকদের জানান, অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো, ভোটের দিন নতুন নতুন ভোটার সংযোজন, অমোচনীয় কলম ব্যবহার না করাসহ নানা অনিয়ম দেখেছেন তারা। তাদের মনে হয়েছে, এটি একটি সাজানো নির্বাচন।

আরও পড়ুন:

তিনি জাহানারা ইমাম হলে দায়িত্বে ছিলেন বলে জানান অধ্যাপক শামীমা সুলতানা।

এসএস