এদিকে ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে ভুট্টাসহ বিভিন্ন ফসলের খেত ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, ঝড়ো হাওয়ায় বোরো ধানখেত ও ভূট্টা গাছ হেলে মাটিতে নুইয়ে পড়েছে। এছাড়া কলা ও সবজি খেত ক্ষতিগ্রস্ত হয়েছে।
এরমধ্যে বোরো ধানখেত ২ হেক্টর, ভূট্টা খেত ৬১ হেক্টর, কলা ৬ হেক্টর ও সবজি খেত ৫ হেক্টর। সবচেয়ে বেশি ৫০ হেক্টর ভূট্টা খেত ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলবাড়ী উপজেলায়।
এ প্রসঙ্গে জেলার রাজারহাটে অবস্থিত কৃষি ও সিনপটিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, রোববার সকাল পর্যন্ত সময়ে ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন, যা এখন পর্যন্ত এই মৌসুমের সর্বোচ্চ।
এছাড়া ঝড়ো হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ২৫ থেকে ৩৫ কিলোমিটার। এই ঝড়ো হাওয়াও ছিল এই মৌসুমের প্রথম।