আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল (শুক্রবার, ৯ মে) সারাদেশে অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই পূর্বাভাসে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৮ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আরো বলা হয়, এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে অনুযায়ী, বৃহস্পতিবার (৮ মে) থেকে আগামী ৫ দিনের এই সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে। কাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১৯ মিনিটে।