আজ (মঙ্গলবার, ১৩ মে) বজ্রপাতে মৃত্যু ও ক্ষয়ক্ষতি কমাতে এর পূর্বাভাস বিষয়ক এক সেমিনারে এ কথা জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের কোথাও যদি প্রথম বজ্রপাত হয় তারপর পরবর্তী এক ঘন্টায় কোথায় কোথায় বজ্রপাত আঘাত হানতে পারে তার একটি পূর্বাভাস দেয় নতুন প্রযুক্তি, যার ওপর প্রাথমিকভাবে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে গত এপ্রিল থেকে।
আর এই পূর্বাভাসের তথ্য আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট এবং ফেসবুক পেজসহ সকল সোশ্যাল মিডিয়ায় দেয়া হয়ে থাকে। তাই এখন থেকে বজ্রপাতের এই পূর্বাভাসের তথ্য সবাইকে লক্ষ্য রাখার পরামর্শ দেয়া হয়েছে।
এর ফলে প্রান্তিক এলাকার কৃষকসহ সকল সাধারণ মানুষের বজ্রপাতে মৃত্যুঝুঁকি অনেকটাই কমে আসবে বলে মনে করে আবহাওয়া অধিদপ্তর।
সেক্ষেত্রে গণমাধ্যমসহ তথ্য সরবরাহকারী সকল প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে অধিদপ্তরটি।
আর বজ্রপাতে মৃত্যু থেকে বাঁচার জন্য অবশ্যই আবহাওয়া অফিসের পরামর্শগুলো সঠিকভাবে জেনে বুঝে তা মেনে চলার পরামর্শ দিয়েছেন তারা।