দেশের দক্ষিণাঞ্চলের কয়েক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

বজ্রপাতের ছবি
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ (মঙ্গলবার, ২৭ মে) দুপুর ৪টা পর্যন্ত দেয়া অঞ্চলভিত্তিক পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ১১টা ৪৫ মিনিট থেকে বিকাল ৪টার মধ্যে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার কিছু স্থানে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ পূর্বাভাসে বজ্রপাত চলাকালে ঘরের বাইরে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। সতর্কবার্তায় আরো বলা হয়, বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ যে শব্দটি শোনা যায় সেই সময় থেকে কমপক্ষে ৩০ মিনিট ঘরেই অবস্থান করতে হবে।

এসএইচ