চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি, টানা ১২ দিন বইছে তাপপ্রবাহ

চুয়াডাঙ্গা
তীব্র তাপপ্রবাহে চুয়াডাঙ্গার জনজীবনের চিত্র
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

চুয়াডাঙ্গায় আজ (শনিবার, ১৪ জুন) বেলা ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার এ তাপমাত্রা রেকর্ড করে।

এদিন সকাল থেকেই রোদের প্রখরতায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। তাপের সাথে বাতাসে বয়ে যাচ্ছে আগুনের হল্কা। অসহনীয় তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। যারাও বের হয়েছেন তারাও অল্পতেই অতিষ্ঠ হয়ে পড়ছেন।

সাধারণ মানুষ সড়কে ছায়া যুক্ত স্থানে বিশ্রাম নিচ্ছেন। আবহাওয়া অফিস বলছে, এমন তাপমাত্রা আরও বেশ কয়েকদিন বইবে জেলার উপর দিয়ে।

এসএস