আজ (বুধবার, ৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
টানা ভারী বর্ষণের সঙ্গে উজানের ঢলে ফেনীর মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বেড়েছে। চাপ বাড়ায় এরই মধ্যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪টি স্থানে দেখা দিয়েছে ভাঙন।
এছাড়া মুহুরি নদীর পরশুরাম পয়েন্টে পানি বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে তলিয়ে যাওয়ায় ফেনী-পরশুরাম-ফুলগাজী সড়কে বন্ধ রয়েছে যান চলাচল।
এদিকে টানা বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নোয়াখালীতে বন্যা পরিস্থিতির শঙ্কা দেখা দিয়েছে। দু’দিনের টানা বৃষ্টিতে তলিয়ে আছে পৌর এলাকার বেশিরভাগ সড়ক।
বৈরী আবহাওয়ায় পাঁচ উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান এবং চলমান অর্ধ-বার্ষিক ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এছাড়া ভারী বর্ষণে পার্বত্য এলাকায় বিপর্যস্ত জনজীবন। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়ায় বন্যার আতঙ্কে নিম্নাঞ্চল ও নদীপাড়ের বাসিন্দা। কয়েকদিন ধরে চলা বৃষ্টিতে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা।