আজ সারাদেশে অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা

আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) দেশের বেশ কিছু অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার কিছু অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৬৯ শতাংশ।

ইএ