আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব। এর আগে সোমবার রাতে নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত রাসেল মোল্লার বাড়ি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামে।
পুলিশ জানায়, গত শুক্রবার দরবারে হামলা-ভাঙচুরের সময় রাসেলের ওপর হামলা করা হয়। তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হলে চিকিৎসাধীন রাসেলের মৃত্যু হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, ‘গোয়ালন্দ থানায় নিহত রাসেল হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং পুলিশের ওপর হামলা মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুটি মামলায় মোট গ্রেপ্তার ১৮ জন।