পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে।
এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭ শতাংশ। পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:
এরইসঙ্গে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু অঞ্চলে ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এদিকে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ২৬ ডিগ্রি সেলসিয়াস।