উত্তরাঞ্চলে কমছে শীতের তীব্রতা, জনজীবনে ফিরছে স্বস্তি

দিনাজপুর
শীতের প্রভাব কমছে দিনাজপুরে
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

দেশের উত্তরাঞ্চলে গত কয়েক দিনে শীতের তীব্রতা উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে। এতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত কয়েক দিনের তুলনায় আজ (শনিবার,১৭ জানুয়ারি) দিনাজপুর অঞ্চলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানিয়েছেন, চলতি জানুয়ারি মাসে দিনাজপুর অঞ্চলে নতুন করে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা কম।

তিনি বলেন, ‘গত কয়েক দিন ধরে সকাল থেকেই সূর্যের তাপ অনুভূত হচ্ছে এবং দিনের তাপমাত্রা বাড়ছে, যা গত কয়েক সপ্তাহের তুলনায় ব্যতিক্রম।’

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বর্তমানে উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও দিনাজপুর ও আশপাশের জেলাগুলোতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে অবস্থান করছে।

আরও পড়ুন:

দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা জানান, আগামী দুই দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও, এরপর ধীরে ধীরে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে শীতের তীব্রতা কমে আসায় দিনাজপুরের জনজীবনে স্বস্তি ফিরতে শুরু করেছে। খেটে খাওয়া মানুষ, কৃষিশ্রমিক ও দিনমজুরদের দৈনন্দিন কাজে গতি ফিরতে শুরু করেছে। তবে চিকিৎসকরা শিশু ও বয়স্কদের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার জন্য পরামর্শ দিয়েছেন।

জেআর