নগর সাংবাদিকতার জন্য ৬ সাংবাদিককে সেরার পুরস্কার

বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড
গণমাধ্যম
ফিচার
0

নগর সাংবাদিকতার জন্য প্রতিবেদন লিখে সেরার পুরস্কার পেয়েছেন ৬ সাংবাদিক। আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত ‘ঢাকার জলাধার পুনরুদ্ধার: শীর্ষক চ্যালেঞ্জ ও সংলাপ’ শেষে বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ তুলে দেয়া হয় পুরস্কারজয়ী সাংবাদিকদের হাতে।

এ বছর পাঁচ ক্যাটাগরিতে মোট ৬ জন সাংবাদিককে নগর সাংবাদিকতার ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ দেয়া হয়।

টেলিভিশন ক্যাটাগরিতে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সেরা প্রতিবেদনের জন্য এখন টিভির দেলাওয়ার হোসাইন দোলনকে পুরস্কৃত করা হয়েছে।

টেলিভিশন ক্যাটাগরিতে আরও পুরস্কার পেয়েছেন বাংলাভিশনের স্টাফ রিপোর্টার কেফায়েতুল্লাহ চৌধুরী শাকিল। প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরির মধ্যে নগরীর পরিকল্পনায় বিজনেস স্ট্যান্ডার্ড স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলামকে দেয়া হয়েছে পুরস্কার।

আরও পড়ুন:

এছাড়া সেবা ও জনদুর্ভোগ বিষয়ে প্রতিদিনের বাংলাদেশ রিপোর্টার রাহাত হোসাইন ও সেবা সংস্থার অনিয়ম-দুর্নীতি বিষয়ে ইংরেজি দৈনিক ডেইলি সানের স্টাফ রিপোর্টার রাশিদুল হাসান এবং অনুসন্ধান ক্যাটাগরিতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নাজমুল সাঈদকে পুরস্কার দেয়া হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ৬ সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেন।

প্রসঙ্গত, নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম দ্বিতীয়বারের মতো এ বছর বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ দিয়েছে।

এসএস