রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার ৭, কারাগারে ৬ জন

আসামিরা
আইন ও আদালত
এখন জনপদে
0

রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের ওপর হামলার মামলায় ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পু‌লিশ। আজ (রোববার, ৭ সেপ্টেম্বর) বিকেলে ৬ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শ‌নিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে ও রোববার দুপুরে উপজেলার বি‌ভিন্ন এলাকায় অভিযান চা‌লিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ উপজেলার মো. শা‌ফিন সরদার, হিরু মৃধা, মাসুদ মৃধা, এনামুল হক জ‌নি, অপু কা‌জি, হায়াত আ‌লি ও মো. জীবন সরদার ।

গোয়ালন্দ ঘাট থানার ও‌সি (তদন্ত) মো. রাসেদুল ইসলাম জানায়, শুক্রবার জুম্মার পর তৌহিদী জনতা নুরা পাগলার দরবার শরীফে হামলা চালায়। সে সময় পুলিশের ওপর হামলা ও গা‌ড়ি ভাঙচুর করা হয়। এসময় পু‌লিশ সদস্যসহ আহত হয় অর্ধশত মানুষ। এছাড়াও নিহত হয় একজন।

আরও পড়ুন:

পু‌লিশের ওপর হামলার ঘটনায় গত শুক্রবার দিবাগত রাত ১২ টার পর গোয়ালন্দ ঘাট থানার এসআই সে‌লিম বা‌দী হয়ে এক‌টি মামলা‌ দায়ের করেন। সেই মামলায় ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পু‌লিশ।

ও‌সি (তদন্ত) মো. রাসেদুল ইসলাম আরও জানায়, বিকালে ৬ আসামিদের আদালতে নেয়া হলে বিচারক জামিন নামঞ্জুর ক‌রে কারাগারে পাঠান।

সেজু