ডেঙ্গু জটিল রোগীদের জন্য নতুন ঝুঁকি তৈরি করছে: জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী
দেশে এখন
স্বাস্থ্য
0

রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এর মধ্যে গত (শনিবার, ২৩ আগস্ট) ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। এর আগে গেল (বৃহস্পতিবার, ২১ আগস্ট) ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে সারাদেশে। যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য নতুন করে ঝুঁকি বাড়াবে ডেঙ্গু।

ডেঙ্গু এখন আর রাজধানীর মধ্যে সীমাবদ্ধ নেই। ঢাকা এবং ঢাকার বাইরে আজকাল রোগী বাড়ছে সমান তালে।

চলতি বছরের ২১ আগস্ট একদিনে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়। এদিন ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে যার মধ্যে তিনজন ঢাকার এবং দুজন রাজশাহীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া ২১ আগস্ট নতুন করে হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ৩১১ জন। দেশের ডেঙ্গু পরিস্থিতি এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর গত শনিবার ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে।

হিসেব অনুযায়ী, ২০২৫ সালে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ২০২ জন। এসময়ের মধ্যে মৃত্যু হয়ে ১১৪ জনের।

আরও পড়ুন:

এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা এবার জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য নতুন করে ঝুঁকি বাড়াবে ডেঙ্গু।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মুশতাক হোসেন বলেন, ‘একটা নীতিটা আমরা কোভিডে প্রয়োগ করেছি, এ নীতিটা সব সংক্রামক ব্যাধি, যেগুলো জনস্বাস্থ্যের জন্য বিপদজনক সেসব ক্ষেত্রে আমাদের মেনে চলা উচিত। তাহলে মৃত্যু কিন্তু অনেক কমে যাবে। ডেঙ্গুর ক্ষেত্রে এটা করা উচিত। যদি অবহেলা করি আমরা, শনাক্ত না করি তাহলে জটিল রোগে যারা আগে থেকেই আছে তারা কিন্তু সব রোগেও মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারে।’

দেশে ২০২৩ সালে ডেঙ্গু সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করে। ওই বছর তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

এসএস