ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু

ডেঙ্গু ছড়ানো এডিস মশার প্রতীকী ছবি
স্বাস্থ্য
0

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮৫ জন। আজ (রোববার, ১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুইজন ডেঙ্গুতে মারা গেছেন। এনিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১৫০ জন ডেঙ্গুতে মারা গেছেন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮৯১ জনে।

আরও পড়ুন:

বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ১ হাজার ৪৫২ জন ঢাকার বাইরের।

এফএস