গুগলের ১.৪ বিলিয়ন ডলার জরিমানা

গুগলের সদরদপ্তর
তথ্য-প্রযুক্তি
0

তথ্য গোপণীয়তার অধিকার লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তির জন্য, টেক্সাসের বাসিন্দাদের প্রায় ১.৪ বিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে গুগল। যুক্তরাষ্ট্রের কোনো একক রাজ্যের দায়ের করা মামলায় এটিই সবচেয়ে বড় অঙ্কের নিষ্পত্তি।

টেক্সাসের ২০০৯ বায়োমেট্রিক প্রাইভেসি আইনের অধীনে করা এটাই প্রথম কোনো বড় মামলা। টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন ২০২২ সালে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে ট্র্যাকিং এবং সংগ্রহের অভিযোগে গুগলের বিরুদ্ধে মামলা করেছেন।

সার্চ ইঞ্জিন গুগল এবং অ্যাপ জায়ান্টের বিরুদ্ধে দুটি পৃথক মামলায় অভিযোগের বিষয়টি অন্তর্ভুক্ত করে এ নিষ্পত্তি করা হয়। নিষ্পত্তিটি রাষ্ট্রের বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সংস্থাগুলোর আইন ভঙ্গ ও টেক্সাসবাসীদের গোপনীয়তার অধিকার লঙ্ঘনের জন্য তাদের জবাবদিহি নিশ্চিত করে।

এর আগে মেটা প্লাটফর্মস ‘ট্যাগ সাজেশন’ নামের ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের আপলোড করা ছবি ও ভিডিও থেকে বায়োমেট্রিক তথ্য চুরি করার অভিযোগে মামলা দায়ের করে। ২০২৪ সালে সে মামলার নিষ্পত্তি হয়।

এএইচ