ট্রাম্পের শুল্কারোপের সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ কী

ট্রাম্পের শুল্ক ঝড়ে বিপাকে খোদ মার্কিনরাই
আন্তর্জাতিক বাণিজ্য
0

বিশ্ব নেতাদের অনুরোধে নয় বরং মার্কিন অর্থনীতিকে লাল বাতির হাত থেকে বাঁচাতেই শুল্কারোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। গেল এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস ও বন্ড মার্কেটে বিনিয়োগ কমায় বোধোদয় হয়েছে ট্রাম্পের, এমনটাও মনে করছেন অনেকে।

বুধবার (৯ এপ্রিল) চীন, ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ প্রায় ৯০টি দেশের ওপর উচ্চ হারে শুল্কারোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সপ্তাহ না ঘুরতেই ৯০ দিনের জন্য সেই সিদ্ধান্ত স্থগিত করেছেন তিনি।

ট্রাম্পের শুল্কারোপের সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ কী? সপ্তাহজুড়ে এই বিষয়ে অনড় থাকা ট্রাম্প কেন হঠাৎ পিছু হটলেন?

মার্কিন শুল্কারোপের সিদ্ধান্ত স্থগিতের পরই ট্রাম্পের এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ঘুরপাক খাচ্ছে। যেখানে বলা হচ্ছে, বিভিন্ন দেশের নেতারা তার কাছে ধর্ন্যা দিয়েছেন বলেই তিনি চীন ব্যতীত অন্যান্য দেশের উপর সম্পূরক শুল্কারোপ তিনমাসের জন্য স্থগিত করেছেন।

যদিও বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র তাদের নিজেদের স্বার্থ রক্ষা করতেই শুল্কারোপ স্থগিত করতে বাধ্য হয়েছেন। এ নিয়ে সিএনএনের প্রকাশিত খবরে বলা হয়, গত এক সপ্তাহে ধস নেমেছে মার্কিন স্টক মার্কেটে। ডাওজোনস, নাসদাক ও এসএনপি ফাইফ হান্ড্রেটের শেয়ারের দর কমেছে উল্লেখযোগ্য হারে।

একই অবস্থা বন্ড মার্কেটেরও। গত এক সপ্তাহে ট্রিলিয়ন ডলার বিনিয়োগ হারিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের রেড এলার্টের কারণেই শুল্কারোপের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প তার সিদ্ধান্ত থেকে ফিরে আসায় ধন্যবাদ। এতে ৭৫ টি বেশি দেশের জন্য সমঝোতার পথ খুলে গেলো । অবশ্য যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে সমাস্যার দেশ হলো চীন। তারা বিশ্বের অন্যান্য দেশের জন্য সমস্যার।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'বন্ড মার্কেট আসলে বেশ জটিল বিষয়। কয়েক দিন ধরেই বিষয়টি পর্যবেক্ষণ করছি। তবে বন্ড মার্কেন এখন বেশ ভালো যাচ্ছে। গত রাত থেকে মানুষ সেখানে ফিরতে শুরু করেছে।'

যদিও ট্রাম্পের এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে মন্দার হাত থেকে বাঁচাতে পারবে না বলে মত বিশ্লেষকদের।

সেজু