রাশিয়া থেকে জ্বালানি তেল ও সামরিক সরঞ্জাম কেনার দায়ে ভারতের ওপর জরিমানা স্বরূপ অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানিতে গুণতে হবে অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক। যা কার্যকর হচ্ছে বুধবার থেকে। বাণিজ্য ও শুল্কনীতি নিয়ে টানাপোড়েন চলছে ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কে।
ট্রাম্পের শুল্ক হুমকিকে অন্যায্য ও অযৌক্তিক বলে অভিহিত করেছে ভারত। ৫০ শতাংশ মার্কিন শুল্কে ক্ষতির মুখে পড়বে ভারতের অলংকার থেকে শুরু করে পোশাক খাত এবং সামুদ্রিক খাবারসহ শ্রমনির্ভর রপ্তানি শিল্প। এরইমধ্যে বিরূপ প্রভাব পড়েছে ভারতের হীরার বাজারে। পশ্চিম ভারতের সুরাট শহরের হীরার কারখানাগুলো এখন অলস সময় পার করছে। বিশ্বের প্রায় ৮০ শতাংশ হীরা কাটা হয় এ শহরে।
আরও পড়ুন:
তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোর দিয়ে বলেছেন, তার সরকার কৃষক ও ক্ষুদ্র শিল্পের স্বার্থের সাথে কোনো আপস করবে না। যত চাপই আসুক না কেন, তা শক্তভাবে মোকাবিলার জন্য প্রস্তুত ভারত। অর্থনৈতিক চাপ দিয়ে ভারতকে টলানো যাবে না বলেও হুঁশিয়ারি জানিয়েছেন মোদি।
এদিকে গেল এপ্রিলে মার্কিন শুল্কের পাল্টা জবাবে বেশকিছু দুর্লভ খনিজ ও চুম্বক রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে চীন। এসব উপাদান সেমিকন্ডাক্টর চিপসহ স্মার্টফোনের মতো প্রযুক্তি পণ্য তৈরির অপরিহার্য উপাদান। বর্তমানে বৈশ্বিক চুম্বকের বাজারের প্রায় ৯০ শতাংশই চীনের দখলে। চীনা পণ্যে মার্কিন শুল্কারোপ তিন মাসের জন্য স্থগিত আছে।
আরও পড়ুন:
চলতি মাসের শুরুতে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে চলমান শুল্ক বিরোধ কিছুটা কমার ইঙ্গিত মিলেছিল। ঠিক এ সময়েই ট্রাম্প নতুন করে চীনের ওপর ২০০ শতাংশ শুল্কারোপের হুমকি দিলেন। যুক্তরাষ্ট্রকে চুম্বক না দিলে বেইজিংকে এই শুল্কের বোঝা বহন করতে হবে।
সাড়ে তিনশ’ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে গেল জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছায় দক্ষিণ কোরিয়া। তবে উভয় পক্ষের মধ্যে পারমাণবিক শক্তি, সামরিক ব্যয় আলোচনা অব্যাহত রয়েছে। হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং জানান, দুই দেশের সামরিক জোটকে আধুনিকীকরণে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আর ট্রাম্প বলছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। তিন হাজার ৬০০ কোটি ডলার ব্যয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১০৩টি বোয়িং কেনার চুক্তি করে দক্ষিণ কোরিয়া।