এবার ভারতে পারমাণবিক হামলার হুঁশিয়ারি পাকিস্তানের

পাকিস্তান ও ভারতের প্রধানমন্ত্রী
বিদেশে এখন
0

এবার ভারতে পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিলো পাকিস্তান। রুশ সংবাদমাধ্যম আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত মুহাম্মদ খালিদ জামালি। এ ছাড়াও, পাকিস্তানে ভারত হামলা চালাবে বলেও দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের কাছে তথ্য রয়েছে বলে জানান তিনি। এদিকে, রাজস্থানে ভারত-পাকিস্তান সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জার্স সদস্যকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জবাবে দুদেশের নিয়ন্ত্রণরেখা বা লাইন অব কন্ট্রোলে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায় ২ হাজার মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে। ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামকাণ্ডের পর ক্রমেই উত্তেজিত হয়ে উঠছে দুদেশের সীমান্ত। এতদিন শুধু ভারত-পাকিস্তান সীমান্তরেখা লাইন অব কন্ট্রোলে এর ব্যাপ্তি থাকলে এবার তা ছড়িয়েছে অন্য রাজ্যেও।

শনিবার (৩ মে) রাতে রাজস্থান সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি নিশ্চিত করে এনডিটিভি। তবে আটক হওয়া ঐ পাক রেঞ্জারের নাম প্রকাশ করেনি নয়াদিল্লি। স্বাভাবিক সময়ে সীমান্ত ইস্যু দ্রুত সমাধান করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। তবে পেহেলগামে ২৬ পর্যটক নিহতের ঘটনায় পরিস্থিতি এবার অন্যরকম হতে চলেছে বলেই শঙ্কা করা হচ্ছে।

আরো পড়ুন:

রাজস্থানে পাকিস্তানি রেঞ্চারকে ধরে নেয়ার শোধ নিতে এদিকে লাইন অব কন্ট্রোলে ভারত সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পাক সেনারা। টানা দশম দিনের মতো গোলাগুলি হয় দুদেশের সেনাদের মধ্যে। এতে অবশ্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুদেশের সীমান্ত উত্তেজনার মধ্যেই এবার ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত। রাশিয়ার সংবাদমাধ্যমে আরেকটিতে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। জানান, পাকিস্তান ভূ-খণ্ডে ভারত সামরিক অভিযান চালাবে-এমন তথ্য রয়েছে দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের কাছে। তবে ভারতের এ আঘাতের জবাব পারমাণবিক হামলার মাধ্যমে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেশটির শীর্ষ এ কূটনীতিকের।

যতই সময় গড়াচ্ছে ততই শঙ্কা বাড়ছে পাক-ভারত যুদ্ধে জড়ানোর। তা আঁচ পেয়ে এরই মধ্যে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর ও আজাদ কাশ্মীরের জনগণ সংকট মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ তৈরি করছে ব্যাঙ্কার। আবার কেউ মজুত করছে শুকনো খাবার।

আরো পড়ুন:

ব্যক্তি উদ্যোগে খাবার সংরক্ষণের পাশাপাশি আজাদ কাশ্মীরে সরকারের পক্ষ থেকে রেশনের ব্যবস্থা করা হয়েছে। শনিবার আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে দুই মাসের রেশন এক সঙ্গে বিতরণ করছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, ‘সরকারি নির্দেশ অনুযায়ী, এই আটা লাইন অব কন্ট্রোলের আশপাশের অঞ্চলে বিতরণ করা হবে। পরবর্তী মাসের জন্য তাহলে আরও আটা মজুত রাখা যাবে।’

আরেকজন বলেন, ‘কেন খাবার মজুত করা হচ্ছে? জীবনের কোন নিশ্চয়তা আছে? কার জন্য খাবার ও অন্যান্য সব কিছু মজুত করবেন? আজকে বেঁচে আছি, আগামীকাল বেঁচে নাও থাকতে পারি।’

এদিকে শনিবার ভারতে পাকিস্তানি পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করে দেশটির ব্যবসায়ীরা। এর পাল্টা জবাবে এবার পাকিস্তান নিজেদের বন্দরে ভারতের জাহাজ প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করেছে। পাকিস্তানের নৌ মন্ত্রণালয় জানায়, ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ পাকিস্তান বন্দরে নোঙর করতে পারবে না। একই সঙ্গে পাকিস্তানের কোনো জাহাজও ভারতে নোঙর করবে না।

আমদানি-রপ্তানি বন্ধ ও পর্যটক শুণ্যতাসহ নানা ইস্যুতে দুদেশের পাল্টাপাল্টি পদক্ষেপে ভেঙে পড়ছে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অর্থনীতি। এ পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামে আজাদ কাশ্মীরের জনগণ। জাতিসংঘের কাছে আহ্বান জানায়, ভারতের নৃশংসতা বন্ধের।

আরো পড়ুন:

বাসিন্দাদের একজন বলেন, ‘কাশ্মীরের আপেল, জাফরান ও পর্যটক শিল্পকে ধ্বংসের মাধ্যমে কাশ্মীরের অর্থনীতিকে পঙ্গু করে দিতে চাইছে ভারত। আতঙ্কে মানুষ পর্যটনকেন্দ্রে যেতে পারছে না।’

পাকিস্তানকে অর্থনৈতিকভাবে ও কূটনৈতিকভাবে ধ্বংস করতেই ভারত সরকার তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফের। এ ছাড়া রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই মোদি সরকার পেহেলগাম হত্যাকাণ্ডকে ব্যবহার করছে বলেও অভিযোগ তার।

এ পরিস্থিতিতে ওয়াগা সীমান্তের প্রধান ফটক বন্ধ রেখে অনুষ্ঠিত হয় ভারত ও পাকিস্তানের পতাকা অবতরণের অনুষ্ঠান। যেখানে পাকিস্তানের সেনারা প্যারেডের আয়োজন করে। তবে পাক রেঞ্জার ও বিএসএফকে হাত মেলাতে দেখা যায়নি সেখানে।

দুদেশের উত্তেজনাপূর্ণ এ পরিস্থিতির মধ্যেই আগামী সপ্তাহে ভারত-পাকিস্তান সফরে আসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা কথা রয়েছে তার।

সেজু