প্রথমবার যুব হকি বিশ্বকাপের আসরে বাংলাদেশ, ৪৫ জন নিয়ে চলছে ট্রায়াল

যুব হকি বিশ্বকাপের প্রস্তুতি চলছে বাংলাদেশের খেলোয়াড়দের
অন্য সব খেলা
এখন মাঠে
0

প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপের আসরে টিম বাংলাদেশ। বিশ্বকাপের আগেই ৪৫ জনকে নিয়ে চলছে ট্রায়াল। সেপ্টেম্বরের শুরুতেই আসবেন ডাচ কোচ আইকম্যান। খেলোয়াড়দের লক্ষ্য বিশ্বকাপে সেরা পারফরম্যান্স দেওয়া।

ভারতের চেন্নাই ও মাদুরাই শহরে বসতে যাচ্ছে যুব হকি বিশ্বকাপের ১৪তম আসর। বিশ্বকাপের চ্যালেঞ্জকে সামনে রেখে ৪ মাস আগেই ক্যাম্প শুরু করেছে হকি ফেডারেশন। দলে বিকেএসপির বাইরে একমাত্র খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছেন নাজমুস সাবিত। স্বভাবতই উচ্ছ্বসিত তিনি।

সাবিত বলেন, ‘পুরান ঢাকার ছেলে আমি, এটা আমার জন্য অনেক গর্বের। বিকেএসপির বাইরে থেকে একমাত্র আমি। আমি চাইবো আগামীতেও যেন বাইরের খেলোয়াড়রা ভালো পারফর্ম করে ক্যাম্পে এবং দলেও থাকতে পারে।’

বাংলাদেশের হকির ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করেছে অনূর্ধ্ব-২১ দল। সবার লক্ষ্য নিজেদের স্কিল,পাসিং ও টিম বিল্ড আপ। সে লক্ষ্যেই কাজ করছেন খেলোয়াড়রা। দলের অন্যতম প্রাণ ভোমরা রকি জানালেন, বিশ্বকাপে নিজের লক্ষ্যের কথা।

রকি বলেন, ‘বিশ্বকাপ জয় করাটা খুব সহজ কাজ নয়। এর জন্য অনেক বছরের (৫ থেকে ১০ বছর) পরিকল্পনা লাগে। আমরা সেই তুলনায় কিছুই করিনি, তবে আশা আছে, লক্ষ আছে, এগুলো নিয়েই এগোচ্ছি আমরা।’

বিশ্বকাপকে সামনে রেখে পহেলা সেপ্টেম্বর দলের সাথে যোগ দিবেন ডাচ কোচ আইকম্যান। প্রথম ধাপে ফিটনেস ট্রেনিং দিয়ে শুরু করলেও পরে বিদেশি কোচের পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হবে দল। লক্ষ্য অস্ট্রেলিয়া, ফ্রান্স ও কোরিয়ার বিপক্ষে লড়াই করা।

বাংলাদেশ হকি ফেডারেশনের সেক্রেটারি রিয়াজুল হাসান বলেন, ‘ওনার কাজ শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত। আমরা দু’টি প্রস্তুতি ম্যাচ দুই জায়গায় আয়োজনের জন্য চেষ্টা করছি। একটা পাকিস্তানে আরেকটি ইউরোপের কোনো দেশে।’

অধিনায়ক মেহরাব হোসেন সামিন বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তাদের সাথে লড়তে চেষ্টা করবো।’

৪ মাস সময়কে যথেষ্ট মানছেন দলীয় অধিনায়ক মেহেরাব। বিশ্বকাপের আগে যতো বেশি সম্ভব প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ তৈরির কথা বলেন তিনি। খেলোয়াড়দের ক্যাম্পে খাওয়া ও যথাযথ নিউট্রিশনও নিশ্চিত করছে ফেডারেশন। বিশ্বকাপের আগে ভারতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপেও স্ট্যান্ডবাই টিম হিসেবে থাকছে বাংলাদেশ। যেকোনো একটি দেশ দল না পাঠালে মিলবে খেলার সুযোগ।

এসএইচ