অপারেশন সিন্দুর নামে পাকিস্তানের ভূখণ্ডে ভারত আক্রমণ চালানোর পর থেকে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষও। ভারতের হামলার প্রতিবাদ জানাতে পাকিস্তানের বিভিন্ন শহরে হচ্ছে বিক্ষোভ। ভারতীয় পতাকা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পোড়ানোর মধ্য দিয়ে জানানো হচ্ছে প্রতিবাদ।
এদিকে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত উত্তেজনার বলি হচ্ছে সাধারণ মানুষ। প্রতিদিনই হতাহত ও ক্ষয়ক্ষতি শিকার হচ্ছে সীমান্তের উভয় পাশের বাসিন্দারা।
সমরাস্ত্রের আঘাতে ঝাঁঝরা হওয়া এই বাড়িটির দৃশ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের। শুক্রবার রাতে ভারতীয় আক্রমণে এই হাল কাশ্মীরের বেশ কয়েকটি গ্রামের। এ অবস্থায় ১৯৯৯ সালে কাশ্মীরের কার্গিল অঞ্চলে দুই দেশের মধ্যে হওয়া সংঘর্ষের পর এবারের লড়াইকে সবচেয়ে মারাত্মক হিসেবে দেখছেন বাসিন্দারা। গোলাবর্ষণ থেকে রক্ষা পেতে, বাঙ্কারে রাত কাটাচ্ছেন আজাদ-কাশ্মীরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকার জনগণ।
আরো পড়ুন:
বাসিন্দাদের একজন বলেন, ‘ভারত আগেও বেসামরিক জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করেছে। গত রাত ৭টা থেকে সকাল ৮টা পর্যন্তও নিরীহ অরক্ষিত মানুষের উপর গোলাবর্ষণ করেছে। ভয়ে নিজেদের তৈরি বাঙ্কারে সন্তানদের নিয়ে রাত কাটাচ্ছেন বাসিন্দারা।’
আরেকজন বলেন, ‘মানুষ এই মুহূর্তে ভীত কারণ রাতে প্রচণ্ড গোলাগুলি হচ্ছিল। কুরআনের আয়াত পাঠ করে আমরা রাত কাটিয়েছি। আমাদের কেউ ঘুমাতে পারেনি। আল্লাহ আমাদের নিরাপদ রেখেছেন।’
এ অবস্থাও পাকিস্তান শাসিত কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদের বাসিন্দারা মনোবল হারাতে চান না। পাকিস্তানের সেনারা সীমান্তে উপস্থিত রয়েছে এবং শত্রুদের আক্রমণের উচিত জবাব দিচ্ছে উল্লেখ করে, লড়াইয়ে বিজয়ে প্রত্যাশা তাদের।
বাসিন্দাদের একজন বলেন, ‘আমাদের আতঙ্কিত হওয়া উচিত নয়। আমরা কোনও কিছুকে ভয় পাই না। কিছু লোক ভয় পেতে পারেন। কিন্তু যারা বোঝেন তারা বয়স্ক মানুষ এবং শিশুদের বোঝোনো উচিত।’
আরেকজন বলেন, ‘আমাদের সেনারা সীমান্তে উপস্থিত রয়েছে এবং শত্রুদের আক্রমণের সাড়া দিচ্ছে। তারা প্রতিরোধ করছে এবং আমাদের রক্ষা করবে।’
আরো পড়ুন:
ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি এবং হামলা পাল্টা হামলায় ক্ষয়ক্ষতির দৃশ্য সামনে আসছে ভারত শাসিত জম্মু-কাশ্মীরেরও। রাতের আধারে দুই দেশের সেনাদের গোলাবর্ষণের সময় বাঙ্কারে আশ্রয় নিচ্ছেন শত শত বাসিন্দা। পর্যটক এবং গ্রামবাসীরা সীমান্ত এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। অন্যত্র নিয়ে করা হচ্ছে খাবার মজুত।
চলমান সংঘাতে আহদের দেখতে জম্মু শহরের একটি হাসপাতাল পরিদর্শন করেছেন ভারতের জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
২২ এপ্রিল পেহেলগাম ইস্যুতে বুধবার রাতে ভারত অপারেশন সিন্দুর নামে পাকিস্তানে আক্রমণ চালানোর পর থেকে সংঘাত উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে। এরইমধ্যে অপারেশন বুনিয়ান উন মারসুস এর মাধ্যমে ভারতে আক্রমণ জোরদার করেছে পাকিস্তান।