কাতারি রাজপরিবারের ‘উড়ন্ত প্রাসাদ’ উপহার নিচ্ছেন ট্রাম্প

কাতারি রাজপরিবারের ‘উড়ন্ত প্রাসাদ’
বিদেশে এখন
0

মার্কিন রাষ্ট্রপ্রধানের আকাশযাত্রায় এয়ার ফোর্স ওয়ান হিসেবে এবার উড়বে ৪০ কোটি ডলারের বোয়িং। ব্যক্তিগত বিমানের তালিকায় সবচেয়ে বিলাসবহুল এই জেটের মালিক কাতারের রাজপরিবার। চোখ ধাঁধানো ইন্টেরিওরের জন্য বিমানটিকে 'উড়ন্ত প্রাসাদ' বললেও ভুল হবে না। ৪০ কোটি ডলারের বোয়িং জাম্বো জেটটি উপহার হিসেবে গ্রহণ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভিনদেশি কোনো সরকারের যুক্তরাষ্ট্রকে দেয়া এযাবৎকালের সবচেয়ে দামি উপহার, সম্ভবত। উপহার হিসেবে সুপার লাক্সারি বোয়িং সেভেন-ফোর-সেভেন-এইট জাম্বো জেট গ্রহণের প্রস্তুতিও নিতে শুরু করেছে ট্রাম্প প্রশাসন।

সবচেয়ে বিলাসবহুল এই ব্যক্তিগত বিমানের মালিক কাতারের রাজপরিবার। বলা হচ্ছে, মার্কিন রাষ্ট্রপ্রধানের আকাশযাত্রায় ব্যবহৃত এয়ার ফোর্স ওয়ানের সাময়িক বিকল্প হতে পারে বিলাসবহুল বিমানটি।

অভিজাত ইন্টেরিওরের কারণে বিমানটি সুপরিচিত ‘উড়ন্ত প্রাসাদ’ হিসেবে। শয়নকক্ষ, বাথরুম থেকে শুরু করে সিঁড়ি পর্যন্ত ব্যয়বহুল আর দুর্দান্ত নকশার পরতে পরতে ছাপ রাজকীয়তার। শুরুতে কাতারের রাজপরিবারের সদস্যদের জন্য থাকলেও, যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দেয়ার আগে বিমানটি ব্যবহার করেছে তুরস্ক সরকারও।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে গেলো ফেব্রুয়ারিতে প্রথম বিলাসবহুল এ বিমানের ভেতরে ঘুরে দেখেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ব্যবহারের জন্য বোয়িংয়ের নতুন দু'টো বিমানের নির্মাণকাজ বিলম্বিত হওয়ায় প্রাসাদসম জাম্বো জেট যুক্ত হচ্ছে ট্রাম্পের বহরে। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় ২০১৮ সালে বিমান দু'টি কেনার প্রক্রিয়া শুরু করে তৎকালীন ট্রাম্প প্রশাসন, যেগুলোর নির্মাণকাজ শেষ হবে ২০২৯ সালে, আরো প্রায় চার বছর পর।

এবিসি নিউজ বলছে, রাজকীয় এ বিমান ৪৭তম মার্কিন রাষ্ট্রপ্রধানের কাছে থাকবে তিনি ক্ষমতা থেকে বিদায় নেয়ার কিছুদিন আগ পর্যন্ত। এরপরে বিমানটি দিয়ে দেয়া হতে পারে ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি পরিচালনাকারী সংস্থাকে।

মধ্যপ্রাচ্যের ধনীতম তিন দেশে চলতি সপ্তাহের সফরে এই মেগা জেট কাতার উপহার হিসেবে ট্রাম্পকে হস্তান্তর করবে বলে শোনা যাচ্ছে। তবে ৭৮ বছর বয়সী প্রেসিডেন্টের দাবি, এটি কোনো উপহার নয়। বরং বিমানটি ব্যবহারের জন্য অর্থ পরিশোধ করেছে মার্কিন সরকার। উপহারের বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছে কাতার সরকারও।

মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান হিসেবে বিলাসবহুল বোয়িং বিমানটি স্থলাভিষিক্ত হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে। দু'দেশের আইনে এ বিষয়ে বিধিনিষেধও খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন সংবিধানের ভাতাবিষয়ক ধারায়, কংগ্রেসের অনুমতি ছাড়া বিদেশি রাষ্ট্র বা নেতার কাছ থেকে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের উপহার, পদমর্যাদা ও পদবি গ্রহণ নিষিদ্ধ।

এয়ার ফোর্স ওয়ানের বিকল্প হিসেবে রিপাবলিকান প্রেসিডেন্টের বিলাসবহুল বোয়িং জাম্বো জেট ব্যবহারের পরিকল্পনার সমালোচনা করেছেন বিরোধীরা। বলছেন, এটা শুধু ঘুষই নয়, বৈদেশিক আধিপত্য বিস্তারেরও সুযোগ করে দেয়া হচ্ছে এর মাধ্যমে।

সেজু