ক্যালিফোর্নিয়ায় পাল্ম স্প্রিংসে প্রজনন ক্লিনিকে বিস্ফোরণে নিহত ১

পাল্ম স্প্রিংসে প্রজনন ক্লিনিকে বিস্ফোরণ
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাল্ম স্প্রিংসে অবস্থিত আমেরিকান রিপ্রোডাকটিভ সেন্টারস প্রজনন ক্লিনিকের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বিস্ফোরণের উৎস হিসেবে একটি গাড়ি শনাক্ত করা হয়েছে যা ক্লিনিকের পার্কিং লটে পাওয়া গিয়েছে। স্থানীয় সময় শনিবার (১৭ মে) বেলা ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ ও ফেডারেল তদন্তকারী সংস্থাগুলি ঘটনাটি ইচ্ছাকৃত সহিংসতা হিসেবে তদন্ত শুরু করেছে। এফবিআই, এটিএফ ও স্থানীয় পুলিশ বিস্ফোরণের কারণ ও উদ্দেশ্য সম্পর্কে তদন্ত করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিক বা হেলিকপ্টার থেকে এই বিস্ফোরণ হয় নাই।

ক্লিনিকটি বিস্ফোরণের সময় বন্ধ ছিল। ফলে কোনো রোগী বা কর্মী আহত হয়নি। এছাড়া ক্লিনিকের আইভিএফ ল্যাব ও সংরক্ষিত এমব্রিওগুলি অক্ষত রয়েছে।

ফক্স নিউজ জানিয়েছে, প্রজনন কেন্দ্রসহ আশেপাশের বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেজু