ইরান-যুক্তরাষ্ট্র ৫ দফা পরমাণু কর্মসূচি বৈঠক সম্পন্ন

রোমের ওমানি অ্যাম্বাসি ত্যাগ করছেন ইরানের ডেলিগেটরা
বিদেশে এখন
0

সীমিত অগ্রগতির মধ্যে শেষ হলো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ৫ দফার পরমাণু কর্মসূচি বিষয়ক বৈঠক। আরও এক থেকে দুটি বৈঠকের মাধ্যমে দুপক্ষই সমঝোতায় পৌঁছাতে পারবে বলে আশাবাদী ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

পাশাপাশি রোমে অনুষ্ঠিত এবারের বৈঠককে সবচেয়ে পেশাদার আলোচনা বলে উল্লেখ করেছেন তিনি। অন্যদিকে রয়টার্সকে এক শীর্ষ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, গঠনমূলক আলোচনায় অগ্রগতি হলেও এখনো অনেক কাজ বাকি রয়েছে।

ভবিষ্যৎ আলোচনার জন্য দুপক্ষই সম্মতি দিলেও এখনো স্থান ও সময় নির্ধারণ করা হয়নি।

এএইচ