ইসরাইলের সামরিক গোয়েন্দা ও মোসাদ দপ্তরে হামলার দাবি ইরানের

মোসাদের সদর দপ্তরে হামলা
বিদেশে এখন
0

ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনায় পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তেহরানভিত্তিক তাসনিম বার্তা সংস্থার বরাতে জানা গেছে, বিবৃতিতে আইআরজিসি বলেছে- তারা ইসরাইলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি পরিকল্পনা পরিচালনাকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ও বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের রেভ্যলুউশনারি গার্ডকে উদ্ধৃত করে দুটি সংবাদমাধ্যমই জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রে আক্রান্ত হয়েছে মোসাদ।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম বেশ কিছু ছবি প্রকাশ করেছে, যেগুলোয় ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদপ্তরে আগুন জ্বলতে দেখা যায়।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ‘এ হামলা ছিল আমাদের শহীদদের রক্তের বদলা ও ইসরাইলি আগ্রাসনের জবাব। আমরা এমন সব ঘাঁটি লক্ষ্য করেছি, যেখান থেকে ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা নেয়া হয়।’

আরো পড়ুন:

এতে আরো বলা হয়, সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স ফাইটাররা একটি কার্যকর অভিযানে সামরিক গোয়েন্দা কেন্দ্রে আঘাত করেছে।

যদিও মোসাদ কার্যালয়ে হামলার বিষয়ে ইসরাইলের দিক থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। দেশটিতে সরকারি বিধিনিষেধ থাকায় ইসরাইলের সংবাদমাধ্যম কিছু নির্দিষ্ট স্থাপনা নিয়ে সংবাদ প্রকাশ করতে পারে না।

আসু