কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
বিদেশে এখন
2

কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের সামরিক বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। হামলা চালানোর তথ্য নিশ্চিত করেছে ইরানের আইআরজিসি।

কাতারের রাজধানী দোহা থেকে অদূরে আল-উদেইদ এলাকায় ওই মার্কিন সামরিক ঘাঁটি অবস্থিত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে আক্রান্ত স্থলের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কোনো তথ্য আসেনি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

ইরানের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ও চিফ অব স্টাফের সঙ্গে 'সিচুয়েশন' রুমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের হামলার শঙ্কায় বাহরাইনেও জরুরি সতর্কতা জারি করা হয়েছে। সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বাহরাইনের আকাশসীমা। নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে বাহরাইন সরকার।

এদিকে কাতার জানিয়েছে, ইরানের হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। হামলার জবাব দেয়ার অধিকার রাখে কাতার, এমনটাই দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আসু