তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু স্থানীয় ইসরাইলি গণমাধ্যমের বরাতে জানায়, গত ১৩ জুন ইরান-ইসরাইল সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৩৮ হাজার ৭০০টি ক্ষতিপূরণ আবেদন গ্রহণ করা হয়েছে।
এর মধ্যে ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আবেদন জমা পড়েছে ৩০ হাজার ৮০৯টি। যানবাহনের ক্ষতির জন্য আবেদন পড়েছে ৩ হাজার ৭১৩টি এবং যন্ত্রপাতিসহ অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে জমা পড়েছে আরও ৪ হাজার ৮৫টি আবেদন।
শুধু রাজধানী তেল আবিবেই ক্ষতিপূরণ চেয়ে ২৪ হাজার ৯৩২টি আবেদন জমা হয়েছে বলে জানায় ইসরাইলি ওয়েবসাইট বেহাদ্রেই হারেদিম। আশকেলন শহরে জমা পড়েছে ১০ হাজার ৭৯৩টি আবেদন।
তবে ক্ষতিগ্রস্তদের কী পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি নেতানিয়াহু সরকার। ইরানি হামলার প্রভাব মোকাবিলায় এই তহবিল ইসরাইল সরকারের সামনে বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে ধারণা বিশ্লেষকদের।