২০২৪ সালে ঐতিহাসিক সরকারবিরোধী বিক্ষোভের ঠিক এক বছর পর বুধবার (২৫ জুন) রাজপথে নামেন লাখো জনতা। এসময় দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৪০০, যাদের মধ্যে গুলিবিদ্ধ অন্তত ১০৭ জন।
এ ছাড়াও আটক করা হয় অর্ধশতাধিক বিক্ষোভকারীকে। টেলিভিশন ও রেডিওতে বিক্ষোভের সরাসরি সম্প্রচার সরকার নিষিদ্ধ করলেও তা বাতিল করেন দেশটির হাইকোর্ট।
বন্দরনগরী মোম্বাসাসহ বেশ কয়েকটি শহরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিতর্কিত কর বিল পাসের প্রতিবাদে গেলো বছরের সরকারবিরোধী বিক্ষোভে কেনিয়ায় প্রাণ হারান কমপক্ষে ৬০ জন।