অস্ট্রেলিয়া ভিত্তিক সংস্থা সিপিআর ফার্স্ট এইডের একটি সমীক্ষা বলছে, ইন্দোনেশিয়ার পরেই দ্বিতীয় সর্বোচ্চ তামাক ব্যবহারকারী দেশ ফ্রান্স। দেশটিতে মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ মানুষ ধূমপায়ী।
ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, তামাক সেবনে প্রতি বছর দেশটিতে মারা যান ৭৫ হাজার মানুষ। ধূমপানে সামাজিক ক্ষতির পরিমাণ প্রতি বছর ১৫০ বিলিয়ন ইউরো। এমন প্রেক্ষাপটে দেশটিতে ধূমপায়ীদের নিরুৎসাহী করতে পহেলা জুলাই থেকে সমুদ্র সৈকত, পার্ক এবং স্কুলের সামনের অংশ ছাড়াও, বাস স্টপ, বাগান, লাইব্রেরির সামনে, সুইমিং পুল এবং খেলার মাঠে ধূমপানে নিষেধাজ্ঞা দিয়েছে ফরাসি সরকার।
সরকারের এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে গুনতে হবে ১৩৫ ইউরো জরিমানা। যদিও ক্যাফে ও বারের আশপাশের খোলা জায়গায় ধূমপানে বাধা নেই। পাশাপাশি ই-সিগারেটও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানালেও এর বাস্তবায়ন নিয়ে রয়েছে সংশয়।
এক অধিবাসী বলেন, ‘আমরা ঠিক জানি না কী ধরণের জরিমানা হতে পারে। সিগারেটের ফিল্টার আমাদের সৈকতে সব সময় দেখা যায়, এটি সামুদ্রিক পরিবেশের জন্য সমস্যা তৈরি করে। সিগারেটের ফিল্টার সমুদ্রে মিশে ৫০০ থেকে ১০০০ লিটার পানি দূষিত করে।’
আরেক অধিবাসী বলেন, ‘অনেকেই তাদের সিগারেটে বালিতে ফেলে দেয়। সৈকতের প্রবেশপথে এই বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা সত্ত্বেও, কেউ মানে না। প্রথম বছরে, আমার মনে হয় সরাসরি জরিমানা আরোপ করা বেশ কঠিন হবে। আমরা সৈকতে সচেতনতা বৃদ্ধির কাজ করব।’
নিষেধাজ্ঞার বিষয়ে অন্য একজন বলেন, ‘আমি ধূমপায়ী নই, তবে আমার প্রাপ্তবয়স্ক সন্তান এবং নাতি-নাতনি আছে। আমি মনে করি এটি একটি খুব ভালো উদ্যোগ। আমি আশা করি এটি কার্যকর হবে এবং মানুষ সচেতন হবে। আমি মনে করি স্কুলের সামনে ধূমপান না করাই ভাল। স্কুল প্রাঙ্গণে স্বাস্থ্যের দিক নজর দিতে হবে।
আরেকজন বলেন, ‘ধূমপানমুক্ত প্রজন্ম গড়তে জোর দেয়া উচিত। দুর্ভাগ্যবশত, ধূমপায়ীদের পরিবার থেকে আসা শিশুদের ধূমপানের সম্ভাবনা বেশি থাকে। যদি আপনি কাউকে ধূমপান করতে না দেখার অভ্যাসে পরিণত হন, তাহলে মানুষ ধীরে ধীরে ধূমপান বন্ধ করে দিবে।’
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালে, ১৭ বছর বা এর বেশি বয়সী প্রায় ১৬ শতাংশ মানুষ প্রতিদিন ধূমপান করতেন। প্রতিবছর দেশটিতে সিগারেট থেকে জমা হয় ২০ থেকে ২৫ হাজার টন তামাক বর্জ্য।
লিগ অ্যাগেইনস্ট ক্যান্সারের একটি জরিপ বলছে, ফ্রান্সে প্রতি ১০ জনের মধ্যে ৮ জনই ফরাসি আসক্ত ইলেকট্রনিক সিগারেটে।