সরকার পতনের দাবিতে সার্বিয়ার রাজপথে বিক্ষোভ

বিক্ষোভে অংশ নিয়েছেন হাজারো মানুষ
বিদেশে এখন
0

সরকার পতনের দাবিতে সার্বিয়ার রাজপথে বিক্ষোভ করছেন মানুষ। ১২ বছর ধরে দেশটির ক্ষমতার কেন্দ্রে থাকা প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিচ শাসনামলের অবসান চান তারা।

গতকাল শনিবার (২৮ জুন) রাজধানী বেলগ্রেডের বিভিন্ন পয়েন্টে পুলিশের সঙ্গে কয়েক দফায় সংঘাত হয় বিক্ষোভকারীদের। উত্তাল জনতা নিরাপত্তাকর্মীদের দিকে ফ্লেয়ার ছুড়ে মারলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পিপার স্প্রে ব্যবহার করতে বাধ্য হয় দাঙ্গা পুলিশ। 

তবে সরকারি ভবন, সার্বিয়ান পার্লামেন্টসহ যেসব জায়গায় সরকার বিরোধীদের জমায়েত দেখা গেছে, সেখানে পাল্টা কর্মসূচির ডাক দেন আলেকসান্ডার ভুসিচের সমর্থক গোষ্ঠীরা। 

কয়েক মাস ধরে চলমান সরকারবিরোধী এ আন্দোলনের জেরে বন্ধ আছে সার্বিয়ান বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম।

এসএইচ