সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এর আগে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় শনিবার ট্রাম্প ইসরাইলের প্রসিকিউটরদের তীব্র সমালোচনা করে বলেছিলেন যে, ইসরাইলকে কোটি কোটি ডলারের সহায়তা দেয়ার পরও যুক্তরাষ্ট্র এটা মেনে নেবে না।
নেতানিয়াহুকে ২০১৯ সালে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। ২০২০ সালে বিচার শুরু হলে, নিজের বিরুদ্ধে থাকা অভিযোগ অস্বীকার করে আসছেন নেতানিয়াহু। অন্যদিকে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে খুঁজছে আন্তর্জাতিক অপরাধ আদালত।